হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৩ মে ২০২৫ শুক্রবার
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বন্ধ করল ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করেছে। যার ফলে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী হুমকির মুখে পড়েছে।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইহুদি-বিদ্বেষ, হামাস-পন্থী সহানুভূতি এবং বৈষম্যমূলক বৈচিত্র্য নীতি সম্পর্কে উদ্বেগের কথা উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানান, হার্ভার্ড ‘আইন মানতে ব্যর্থ হওয়ায়’ তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করা হয়েছে।
তিনি বলেন, ‘এটা দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা।’ এর আগে, গত মাসে ‘প্রশাসনের কথা মতো কাজ না করলে’ বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিলের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, হার্ভার্ডের জন্য অর্থ বরাদ্দও বাতিল করে সরকার।
এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের পাশে আছি। তারা ১৪০টিরও বেশি দেশ থেকে এসে হার্ভার্ড ও আমেরিকাকে সমৃদ্ধ করেছে। এই প্রতিশোধমূলক পদক্ষেপ হার্ভার্ড এবং দেশের জন্য মারাত্মক ক্ষতির হুমকি তৈরি করছে।’
গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে ৬ হাজার ৭০০-এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন, যা মোট শিক্ষার্থীর প্রায় ২৭শতাংশ।
হঠাৎ এই সিদ্ধান্তে ক্যাম্পাসে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।
বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রশাসন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানকেও চাপে ফেলেছে। তবে হার্ভার্ড প্রথম বড় প্রতিষ্ঠান হিসেবে সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। সরকার হার্ভার্ডের বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলেছে, যার মধ্যে রয়েছে নিয়োগ, ভর্তি ও শিক্ষাদানের পদ্ধতি বদলানো এবং বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত সুবিধা বাতিল করার হুমকি।
ডিএইচএস-এর পক্ষ থেকে জানানো হয়, হার্ভার্ড আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এফ ও জে ভিসাধারী শিক্ষার্থীদের ভর্তি করাতে পারবে না। ওইসব শিক্ষার্থীকে আইনি অবস্থান বজায় রাখতে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে হবে। হার্ভার্ডকে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে শেষ পাঁচ বছরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের শাস্তিমূলক রেকর্ডসহ ভিডিও, অডিও প্রমাণ জমা দিতে বলা হয়েছে। এটি না করলে তাদের ছাত্রভর্তি সক্ষমতা ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়।
এদিকে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সক্ষমতা হারিয়ে বড় আকারে আর্থিক ক্ষতির মুখে পড়েছে হার্ভার্ড। প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন বাবদ লাখো ডলার উপার্জন করে বিশ্ববিদ্যালয়টি।
- হঠাৎ নো মেকআপ লুকে জয়া আহসান!
- হাদির সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার
- কেরানীগঞ্জে ভবনে আগুন
- ব্যাচেলর পয়েন্টে যে চরিত্রে দেখা দিলেন স্পর্শিয়া
- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয়ে ইউএনওকে প্রকাশ্য হুমকি
- লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু ১৭ ডিসেম্বর
- এমিনেমের অশালীন প্রস্তাব ফাঁস করলেন টাইটানিকের নায়িকা
- ‘ডাক্তার ও নার্সদের রুমকে ‘পার্টি অফিস’ বানাবেন না’
- পাকিস্তানের কাছে শেষ ম্যাচ হেরে সিরিজও হারল বাংলাদেশ
- ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান
- হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার
- মেট্রোরেল চলাচল শুরু
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- শীতে পিরিয়ডের সময় যে ফলগুলো খাবেন না
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা
- ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয়
- মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
- ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট ১২ ফেব্রুয়ারি
- আপেল নিয়ে কী ইঙ্গিত দিলেন জয়া আহসান
- খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি: মেডিকেল বোর্ড
- পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড
- ছবি নামিয়ে ফেলায় অপমানিত বোধ করেছি: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- তফসিল ঘোষণা: নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা
- ওপেনএআই`র অ্যাপ সাজেশন নিয়ে বিতর্ক
- ৯ দিনের ব্যবধানে বাড়ল সোনার দাম
- গর্ত থেকে উদ্ধার হওয়া শিশু সাজিদ মারা গেছে
- রাউটার যেখানে লাগালে ওয়াই-ফাইয়ের সেরা স্পিড পাবেন
- নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান
- সচিবালয় থেকে ৪ জনকে নেওয়া হলো পুলিশি হেফাজতে
- নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা











