ঢাকা, শুক্রবার ৩০, জানুয়ারি ২০২৬ ২:৩০:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ভোট: ১৪৮ দেশে নিবন্ধন, সৌদি আরব শীর্ষে এক বছরে ১৭ লাখ শিশুর জন্ম অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে হামলা-অপমানে ভাঙছে মাঠপুলিশের মনোবল কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নন তারেক রহমান ভবিষ্যৎ গড়ে উঠবে প্রযুক্তির হাত ধরেই: প্রধান উপদেষ্টা ‘ডেইরি ফার্ম জাতীয় অর্থনীতির একটি সম্ভাবনাময় খাত’

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২৩ মে ২০২৫ শুক্রবার

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমতি বন্ধ করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দেশটির হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী ভর্তির অনুমোদন বাতিল করেছে। যার ফলে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী হুমকির মুখে পড়েছে। 

হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম এই সিদ্ধান্তের কারণ হিসেবে ইহুদি-বিদ্বেষ, হামাস-পন্থী সহানুভূতি এবং বৈষম্যমূলক বৈচিত্র্য নীতি সম্পর্কে উদ্বেগের কথা উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তরের সচিব ক্রিস্টি নোম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে জানান, হার্ভার্ড ‘আইন মানতে ব্যর্থ হওয়ায়’ তাদের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ‘এটা দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সতর্কবার্তা।’ এর আগে, গত মাসে ‘প্রশাসনের কথা মতো কাজ না করলে’ বিদেশি শিক্ষার্থী ভর্তি করার অনুমতি বাতিলের হুমকি দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি, হার্ভার্ডের জন্য অর্থ বরাদ্দও বাতিল করে সরকার।

এক বিবৃতিতে তারা বলেছে, ‘আমরা আমাদের আন্তর্জাতিক শিক্ষার্থী ও গবেষকদের পাশে আছি। তারা ১৪০টিরও বেশি দেশ থেকে এসে হার্ভার্ড ও আমেরিকাকে সমৃদ্ধ করেছে। এই প্রতিশোধমূলক পদক্ষেপ হার্ভার্ড এবং দেশের জন্য মারাত্মক ক্ষতির হুমকি তৈরি করছে।’

গত শিক্ষাবর্ষে হার্ভার্ডে ৬ হাজার ৭০০-এরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী ছিলেন, যা মোট শিক্ষার্থীর প্রায় ২৭শতাংশ।

হঠাৎ এই সিদ্ধান্তে ক্যাম্পাসে আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।

বিবিসির প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রশাসন ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বহু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বড় প্রতিষ্ঠানকেও চাপে ফেলেছে। তবে হার্ভার্ড প্রথম বড় প্রতিষ্ঠান হিসেবে সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়। সরকার হার্ভার্ডের বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলেছে, যার মধ্যে রয়েছে নিয়োগ, ভর্তি ও শিক্ষাদানের পদ্ধতি বদলানো এবং বিশ্ববিদ্যালয়ের কর-মুক্ত সুবিধা বাতিল করার হুমকি।

ডিএইচএস-এর পক্ষ থেকে জানানো হয়, হার্ভার্ড আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এফ ও জে ভিসাধারী শিক্ষার্থীদের ভর্তি করাতে পারবে না। ওইসব শিক্ষার্থীকে আইনি অবস্থান বজায় রাখতে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তর হতে হবে। হার্ভার্ডকে ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে শেষ পাঁচ বছরের আন্তর্জাতিক শিক্ষার্থীদের শাস্তিমূলক রেকর্ডসহ ভিডিও, অডিও প্রমাণ জমা দিতে বলা হয়েছে। এটি না করলে তাদের ছাত্রভর্তি সক্ষমতা ফিরিয়ে আনার কোনো সুযোগ থাকবে না বলেও জানানো হয়।

এদিকে বিদেশি শিক্ষার্থী ভর্তি করার সক্ষমতা হারিয়ে বড় আকারে আর্থিক ক্ষতির মুখে পড়েছে হার্ভার্ড। প্রতি বছর বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন বাবদ লাখো ডলার উপার্জন করে বিশ্ববিদ্যালয়টি।